সকাল থেকেই মেঘলা আকাশ(Sky)। সেই সঙ্গেই বাঙালির (Bengali) মনের বিষাদের সুর। ঘরের মেয়ে উমাকে বিদায় জানিয়ে ফের এক বছরের অপেক্ষায় আপামর বাঙালি। ফের প্রাণের উৎসবে মেতে ওঠার প্রস্তুতি, পরিকল্পনা কত কী! তাই আর মন খারাপ নয় ঝটপট জেনে নিন পরের বছর কবে থেকে শুরু হচ্ছে পুজো।
জানা গিয়েছে, ২০২৬ সালের মহালয়া পড়েছে ১০ অক্টোবর। এদিন থেকে দেবীপক্ষের সূচনা হবে। আর দেশজুড়ে শুরু হবে নবরাত্রি উৎসব। মহালয়ার ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ ১৭ অক্টোবর পড়েছে ষষ্ঠী। ১৮ অক্টোবর পালিত হবে সপ্তমী। কলাবউ ও নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হবে সপ্তমী পুজো।এরপর ১৯ অক্টোবর অষ্টমী ও ২০ অক্টোবর নবমী। ২১ অক্টোবর মাকে বিদায় জানানোর দিন। ২২ অক্টোবর একাদশী। এ তো গেল মা দুর্গার পালা। এরপরই বাঙালি মাতবে কোজাগরী লক্ষ্মীপুজোয়। ২০২৬ সালে লক্ষ্মীপুজো রয়েছে ২৫ অক্টোবর।