Kalighat Temple (Photo Credit: Instagram)

দুর্গাপুজোর (Durga Puja 2025) পর যে উৎসবের জন্য বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তা হল দীপাবলি আজ, ২০ অক্টোবর সেই দিন আজই পূজিত হবেন মা কালী কখন অমাবস্যা শুরু হচ্ছে এবং ছাড়ছে এই নিয়ে ধন্দ? আসুন দেখে নেওয়া যাক কালীপুজোর সময় নিয়ে কী বলছে পঞ্জিকা

২০ অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী কারণ এদিনই শুরু হচ্ছে অমাবস্যা ছাড়ছে ২১ অক্টোবর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২০ অক্টোবর অমাবস্যা শুরু হচ্ছে ২০ অক্টোবর, সোমবার, দুপুর ৩টে ৪৫ মিনিটে। আর অমাবস্যা তিথি শেষ হচ্ছে ২১ অক্টোবর মঙ্গলবার, বিকেল ৫টা ৫৪ মিনিটে।

পুজোর শুভক্ষণ কখন?

কালীপুজোর শুভক্ষণ হল ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত। পুজোর শুভ সময় য়েছে ৫০ মিনিট

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, ২০ অক্টোবর, সোমবার, দুপুর ২টো ৫৭ মিনিটে অমাবস্যা তিথি শেষ হচ্ছে মঙ্গলবার বিকেল টে ২৬ মিনিটে