সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি যে রোগের কারণে মানুষের মৃত্যু হয় তা হল হার্ট অ্যাটাক (Heart Attack)। আজকাল অনেক কম বয়সেই হার্ট অ্যাটাকের জেরে মৃত্যু হচ্ছে মানুষের। যার অন্যতম কারণ হল জীবনযাত্রা। জানেন কি হার্ট অ্যাটাক হওয়ার আগে কিন্তু জানান দেয় শরীর। কীভাবে বুঝবেন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে?
হার্ট অ্যাটাকের লক্ষণ?
বুকে ব্যথাঃ হার্টের সমস্যা থাকলে বুকে ব্যথা না অস্বস্তি অনুভূত হয়। এই ব্যথা যদি এক মিনিটের বেশি হয় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যিক।
চোয়ালে ব্যথাঃ অনেক সময় চোয়ালে ব্যথা অনুভত হয়। অনেকেই একে দাঁতে ব্যথা বলে ভুল করেন। জানেন কি এই চোয়ালে ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ? এছাড়া বুকে সংক্রমণ, শ্বাসকষ্ট, সর্দি কাশির মতোস সমস্যা থাকতেও চোয়ালে ব্যথা হতে পারে।
পিঠে ব্যথাঃ ক্রমাগত পিঠে ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।
হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলে অনেকসময় ঘাড়ে তীব্র ব্যথা অনুভূত হয়। এই ব্যথা কিন্তু হৃদরোগের আভাস দেয়।