বিজেপির হয়ে দীর্ঘদিন ধরে সাংগঠনিক দায়িত্ব সামলেও আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাননি সাইনা এনসি (Shaina NC)। আর ভোটের আগেই দলত্যাগ করেছেন তিনি। শোনা যাচ্ছে বিজেপি ছেড়ে শিবসেনা (শিন্ডে শিবির)-তে যোগ দিয়েছেন তিনি। আর এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এর মাঝেই দিনদুয়েক আগে উদ্ধব শিবিরের সাংসদ অরবিন্দ সাওয়ান্ত (Arvind Sawant) বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিজেপি ছিলেন, এখন শিবসেনায় যোগ দিতে চাইছে। তবে আমাদের এখানে আমদানি করা জিনিস আসে না। আমরা সকলেই আসল দলের নেতা।

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কড়া নিন্দা করেছে শাসক শিবির। এমনকী বিজেপি নেত্রী সাইনা এনসি শুক্রবারেই নাগপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, কোনও মহিলাকেই সম্মান করতে পারেন না অরবিন্দের মতো নেতারা। উনি একজন আত্মনির্ভর মহিলাকে নিয়ে এইধরনের মন্তব্য করার সাহস কীভাবে পান? আমি থানায় অভিযোগ জানিয়েছি। তবে এই নিয়ে জনতাই শেষমেশ ওনাকে জবাব দেবে।

সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপি-শিবসেনা (শিন্ডে শিবির)র বিরুদ্ধে দাঁড়িয়েছে এনিসিপি, কংগ্রেস, শিবসেনা (উদ্ধব শিবির)। ইতিমধ্যেই রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে দুই পক্ষ। আর রাজনৈতিক প্রচারের মাঝে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ অব্যাহত দুই দলের নেতানেত্রীদের মধ্যে।