আবারও বোমাতঙ্কের ঘটনা ঘটল ইন্ডিগোর (Indigo) বিমানে। জানা যাচ্ছে, শুক্রবার সকালে উদয়পুর থেকে দিল্লি যাওয়ার ইন্ডিগো ফ্লাইটে আচমকাই বোমা হামলার হুমকি আসে। ঘটনা সামনে আসতেই বিমানটিতে ঘন্টাখানেকের জন্য যাত্রীদের ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ঘনটাস্থলে চলে আসে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী। এরপর ঘন্টাখানেক ধরে চলে তল্লাশি অভিযান। তবে কোনও কিছুই উদ্ধার হয়নি। তারপর অবশ্য বিমানটি উদয়পুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। এবং দিল্লিতে নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পর বিমানটি অবতরণ করে।
বিগত ১২ দিনে কমপক্ষে ২৫০-এর বেশি বিমানে বোমা হামলার ভুয়ো হুমকি এসেছে। এরমধ্যে গত বৃহস্পতিবারই ৭৪টি বিমানে হুমকি আসে। যার মধ্যে ২০টি ইন্ডিগোর বিমানও ছিল। এই ঘটনা নিয়ে চিন্তায় কেন্দ্র সরকার। এমনকী সংস্থার কর্তৃপক্ষও এই নিয়ে চিন্তায় রয়েছে। তবে এতদিন কেটে গেলেও হুমকি কারা দিচ্ছে সেই চক্রের হদিশ পেতে ব্যর্থ তদন্তকারী আধিকারিকরা।