আর ভোটে জেতার পর থেকেই জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা ফিরিয়ে আনতে উঠেপড়ে লেগেছে শাসক শিবির। বৃহস্পতিবার এই দাবি জানিয়ে আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক তথা সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরসিদ আহমেদ শেখ অনুচ্ছেদ ৩৭০ ফিরিয়ে আনার দাবি জানিয়ে পোস্টার তুলে ধরেন। আর তার চরম আপত্তি জানান বিজেপি বিধায়করা। কার্যত খুরশিদের সঙ্গে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় গোটা বিষয়টি। পরিস্থিতি সামাল দিয়ে বিধানসভার কক্ষে নেমে পড়েন মার্শালরা। তারাই বিজেপি বিধায়কদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়।
বুধবারই জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ ধারা ফিরিয়ে আনা নিয়ে প্রস্তাব পাশ করে এনসি। তাতে সমর্থন দেখায় পিডিপি, কংগ্রেস সহ বেশ কয়েকটি দল। তবে এর বিরোধীতা করেছে বিজেপি। গতকাল থেকেই এই প্রস্তাবের বিরোধীতার নিয়ে তুমুল হই হট্টোগোল শুরু হয়। তবে সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে এদিন সকালে খুরসিদের পোস্টার সামনে আসতেই পরিস্থিতি আগের থেকেও বেশি উত্তপ্ত হয়।
#Watch: @BJP4JnK MLAs marshalled out of assembly amid chaos over special status resolution pic.twitter.com/ma515O2qCJ
— Greater Kashmir (@GreaterKashmir) November 7, 2024