Maharashtra: শিবসেনা নেতাকে গুলি করার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ উপমুখ্যমন্ত্রীর
BJP MLA shoots at Shiv Sena leader (Photo Credits: X)

মুম্বই, ৩ ফেব্রুয়ারিঃ মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দল শিবসেনার এক নেতা মহেশ গায়কওয়াড়কে গুলি করার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক গণপত গায়কওয়াড়ের বিরুদ্ধে। মহারাষ্ট্রের উলহাসনগরে থানায় গোলাগুলির ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যাচ্ছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই দল (শিবসেনা এবং বিজেপি) পুলিশের দারস্ত হয়েছিল। থানার মধ্যেই দুই দলের মধ্যে সংঘর্ষ তুঙ্গে ওঠে। আর তখনই বন্দুক বের করে শিবসেনা নেতাকে তাক করে গুলি ছোড়েন বিজেপি বিধায়ক। পরপর ছয় রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। গণপত গায়কওয়াড় সহ আরও দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। থানার মধ্যে এমন ঘটনার চরম নিন্দা করছে রাজনৈতিক মহল। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Maharashtra Deputy CM Devendra Fadnavis) এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। আহত শিবসেনা নেতার চিকিৎসা চলছে হাসপাতালে।

দেখুন...