কলকাতা: সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (WB assembly) আলোচনা হবে মণিপুর (Manipur) নিয়ে। এই বিষয়ে আগেই সম্মতি দিয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু, মালদা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর নির্যাতন নিয়ে বিজেপি মুলতুবি প্রস্তাব আনতে চাইলেও তাতে সম্মতি দেননি তিনি। এর বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা-নেত্রীরা।
রবিবার এপ্রসঙ্গে আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul) বলেন, "ওরা এপ্রসঙ্গে আগামীকাল আলোচনা চালাবে এবং আমরাও আলোচনা করতে রাজি আছি। তবে আমরা এর পাশাপাশি পশ্চিমবঙ্গে (West Bengal) মহিলারা (women) কী অবস্থার মুখোমুখি হচ্ছেন তা নিয়েও আলোচনা করতে চাই। পশ্চিমবঙ্গের বিধানসভায় আমাদের প্রথমে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলা উচিত তারপর মণিপুর। আমরা দুটো রাজ্য নিয়েই আলোচনা করতে তৈরি আছি।" আরও পড়ুন:
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: "They're getting this motion tomorrow and we will speak on it but along with that, we will speak on issues faced by women of West Bengal also. In West Bengal Assembly, we need to first speak on West Bengal and then Manipur. We are ready to speak on both… https://t.co/NPIpEeD1LZ pic.twitter.com/zIw0K7bxGp
— ANI (@ANI) July 30, 2023