দিল্লির মুখ্যমন্ত্রী আতিশিকে (Atishi) নয়া বাসভবন থেকে বের করে দিল গনপূর্ত ভবন। সেই সঙ্গে বাংলোটি ডবল লক করে সিল করে দিলেন আধিকারিকরা। লেফট্যানেন্ট গভর্নর বিনয় সাক্সেনার দাবি সরকারি পদ্ধতিতে বাংলোতে প্রবেশ করেননি আতিশি। তাই সঠিক নিয়ম না মেনে বাংলোতে প্রবেশ করার কারণে তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও এটাকে কেন্দ্র সরকার ও রাজ্যপালের নোংরা ষড়যন্ত্র বলেই দাবি করছে আপ নেতৃত্ব। সবমিলিয়ে বুধবার থেকে এই নিয়ে নয়া বিতর্ক শুরু হল দিল্লির রাজনীতিতে। এবার এই নিয়ে মন্তব্য করলেন দিল্লির রাজ্য বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব।
তিনি এদিন বলেন, "ওটা কখনই মুখ্যমন্ত্রীর বাসভবন ছিল না। সরকারি কোনও নথিতেই তা উল্লেখ নেই। আতিশিজি এমনিতেই একটি সরকারি বাসভবনে রয়েছেন, তাহলে তাঁর আবার কেন এই বাসভবন দরকার? যদি এই বাসভবনে থাকতে হল তাহলে মুখ্যমন্ত্রীর দফতর থেকে পিডব্লুউডি-তে আবেদন করতে হবেন। সেখান থেকে তাঁরা প্রক্রিয়া অনুযায়ী বাসভবন হস্তান্তরের কাজ করবেন। এভাবে কেউ বাসভবনের চাবি অন্য কাউকে দিয়ে দিল তাতেই হস্তান্তর হয়ে যায় না। প্রাক্তমু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিংবা বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি এই সাধারণ নিয়ম সম্পর্কে জানবেন নিশ্চয়ই"।
Delhi: On Delhi CM's residence, BJP Delhi President Virendra Sachdeva says, "It is not the Chief Minister's residence. Arvind Kejriwal was living there, but it is not officially designated as the Chief Minister's residence in any government documents. However, the Aam Aadmi Party… pic.twitter.com/0Hzq29FfQ6
— IANS (@ians_india) October 9, 2024
বীরেন্দ্র সচদেব আরও বলেন, "অরবিন্দ কেজরিওয়াল শুধু চাবি হস্তান্তর করেছিলেন। এমনকী তিনি পিডব্লুউডির আধিকারিকদেরও এই বিষয়ে লিখিতভাবে কিছু জানাননি। ওনাকে আগে সংশ্লিষ্ট দফতরে জানাতে হত। সেখানের আধিকারিকরা আগে বাংলোতে এসে যাচাই করবেন। কারণ তাঁর আগে যিনি বা যাঁরা মুখ্যমন্ত্রী ছিলেন তাঁদের অনেকেই বাসভবন ছাড়ার সময় অনেক সরকারি জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন। ফলে সেই বিষয়টি অডিট হবে। তারপর সরকারি আধিকারিক বাসভবন দিল্লির নয়া মুখ্যমন্ত্রীকে চাবি হস্তান্তর করবেন"।