জোজো ও পৌষালী বন্দ্যোপাধ্যায় (ছবিঃFacebook)

কলকাতাঃ ব্যক্তিগত মতামত কিংবা দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি আজকাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)  ভাগ করে নেনে সেলেবরা। আবার এই সোশ্যাল মিডিয়াই তাঁদের ক্ষোভ প্রকাশের মাধ্যমও হয়ে ওঠে অনেকসময়। আর এবার ফের সোশ্যাল মিডিয়ায় নিজের তীক্ত অভিজ্ঞতার শেয়ার করলেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়(Singer Jojo )। সম্প্রতি দক্ষিণ কলকাতার বিজয়গড়ে অনুষ্ঠান করতে গিয়ে সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়ের (Poushali Banerjee)দলের দ্বারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ আনেন জোজো।

সোশ্যাল মিডিয়ায় মিস জোজো-পৌষালী তর্জা তুঙ্গে

সোশ্যাল মিডিয়ায় জোজো জানান, এদিন বিজয়গড়ে একই মঞ্চে অনুষ্ঠান ছিল তাঁর ও পৌষালী বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানের আগে সাউন্ড চেকের সময় তাঁর মিউজিসিয়ান্সদের অনুপস্থিতির সুযোগ নিয়ে যাবতীয় বাদ্যযন্ত্র সরিয়ে দেন পৌষালীর দল, এমনটাই অভিযোগ মিস জোজোর। সোশ্যাল মিডিয়ায় জোজো সাফ জানান, একজন শিল্পীকে না জানিয়ে তাঁর বাদ্যযন্ত্রে হাত দেওয়া কখনই কাম্য নয়। এই ঘটনায় তিনি অপমানিত বোধ করেছেন বলেও জানান। গোটা ঘটনাকে 'অসভ্যতা' বলে আখ্যা দিয়েছেন জোজো। এই ঘটনায় তিনি ভীষণভাবে বিরক্ত তা জানিয়ে দেন। অন্যদিকে মিস জোজোর প্রতি সম্মান জানিয়ে

সমস্ত অভিযোগ নস্যাৎ করে মিস জোজোর টিমকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন লোকসঙ্গীত শিল্পী পৌষালী। সহকর্মী জোজোকে পুরো বিষয়টি না জেনে কোনও মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

সঙ্গীতশিল্পী  মিস জোজোর বক্তব্য

সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য