কলকাতা: এখনও উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছা়ড়তে বাধ্য হয়েছেন হাসিনা। তারপর থেকেই আরও অগ্নিগর্ভ বাংলাদেশ, চলছে লুটপাট, ভাঙচুর পাশাপাশি সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার। শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে আপাতত ভারতে রয়েছেন। হাসিনার পদত্যাগের পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ টহল বাড়ানো হয়েছে, চলছে কড়া নজরদারি। তবুও ভারতে ঢোকার চেষ্টা করছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ। দেশের সেনাদের সূত্রে খবর, প্রায় ২০০-২৫০ জন মানুষ সীমান্তে জড় হয়ে জিরো লাইন পার করার চেষ্টা করেন।
দেখুন
প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২০০-২৫০জন মানুষের। বাংলাদেশের পঞ্চগর জেলার পাঁচটি গ্রামের বাসিন্দা এরা। তাদের দাবি বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে বাড়ি ঘর ভেঙ্গে দিয়েছে তান্ডবকারীরা৷ pic.twitter.com/6RGYoZmttu
— Akashvani Kolkata (@airnews_kolkata) August 8, 2024
সূত্রে খবর, এরা বাংলাদেশের পঞ্চগর জেলার পাঁচটি গ্রামের বাসিন্দা। তাঁরা দাবি করেছে, বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে তাঁদের বাড়ি ঘর ভেঙ্গে দিয়েছে তান্ডবকারীরা৷ সীমান্তে বাংলাদেশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাঁদের ফিরে যেতে বলা হয়েছে। সীমান্ত এলাকার অনেক বাসিন্দার আত্মীয়স্বজন রয়েছে বাংলাদেশে। তাঁদের অনেকের বাড়িতেই হামলা হয়েছে। সেসব খবর পেয়ে উদ্বেগে রয়েছেন তাঁরা।