নয়াদিল্লি: বাণিজ্য (Trade) ও বিনিয়োগ (investments)-সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে দিল্লির (Delhi) বৈঠকে। এর ফলে ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন (Bangladesh Foreign Secretary Masud Bin Momen)।
শুক্রবার দু-দেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের আলোচনা হয়। তা নিয়ে কথা বলতে গিয়ে মাসুদ বিন মোমেন বলেন, "ফেব্রুয়ারি মাসে আমরা ঢাকাতে (Dhaka) সেকেন্ড ফরেন অফিস কনসুলটেশনে (Foreign Office Consultation) অংশ নিয়েছিলাম। গতকালের আলোচনাও ফলপ্রসূ হয়েছে। মূলত এই বছরে ঘটে যাওয়া বিভিন্ন উন্নয়নের পর্যালোচনা করার জন্য। এছাড়াও আগামী ভবিষ্যতের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বৈঠকে। কীভাবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে থাকা সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া যায়, বিশেষ করে যোগাযোগ, বাণিজ্য এবং বিনিয়োগ। গতকাল এই বিষয়ে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে।" আরও পড়ুন: Telangana : তেলেঙ্গনার নির্বাচনী সভায় কেসিআরকে আক্রমন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর
দেখুন ভিডিয়ো:
#WATCH | Delhi: On Foreign Office Consultation, Bangladesh Foreign Secretary Masud Bin Momen says, "In February, we had a second Foreign Office Consultation in Dhaka... Yesterday we had a very fruitful meeting and discussion, basically to take stock of the various developments… pic.twitter.com/qbhlEDtboE
— ANI (@ANI) November 25, 2023