Representational Image (Photo Credit: Pixabay)

ঢাকা: ৫০ লক্ষ টাকা লুট (Loot) করার অভিযোগে বাংলাদেশের (Bangladesh) রাজধানীতে ঢাকাতে (Dhaka) গ্রেফতার হল চিনের চার নাগরিক (Chinese national)। ঘটনাটি ঘটেছে ঢাকার উত্তরা (Uttara) এলাকায়।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের (Dhaka Metropolitan Police) তরফে জানানো হয়, উত্তরা তিন নম্বর সেক্টরের আট নম্বর রোডে একটি রেস্তরাঁ (restaurant) চালান চিনের নাগরিক লি ওয়েন জিং ও তাঁর স্বামী বাংলাদেশের বাসিন্দা শাহ জাহাঙ্গীর। নিজের রেস্তরাঁর কিছু জিনিসের জন্য লি ওয়েন জিং ৫০ লক্ষ টাকা (Money) দিতে রাজি হয় চিনের বাসিন্দা চেন ইয়ংকে। তাঁদের মাঝে চিনের আরেক নাগরিক জিলিং-ও ছিলেন।

গত বুধবার সন্ধ্যায় কথা মতো ৫০ লক্ষ টাকা নিয়ে লি ওয়েনের রেস্তরাঁয় অপেক্ষা করছিলেন জিলিং। বেশ কিছুক্ষণ পর মহিলা-সহ কয়েকজন চিনা নাগরিক এসে তাঁর কাছ থেকে ওই টাকা চায়। বলে জরুরি কাজের জন্য চেন ইয়ং আসতে পারেনি তাই তাদের পাঠিয়েছে। কিন্তু, ইয়ংয়ের অনুপস্থিতিতে তাদের হাতে কোনও টাকা দিতে রাজি হননি জিলিং। এই নিয়ে কথা কাটাকাটি চলার ফাঁকেই আচমকা তাঁর হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে উধাও হয়ে যায় চিনের ওই নাগরিকরা।

এরপরই উত্তরা পশ্চিম পুলিশ স্টেশনে গিয়ে ঘটনাটির কথা খুলে বলে মামলা দায়ের করেন লি ওয়েন ও তাঁর স্বামী। তার ভিত্তিতে ঢাকার বারিধারা ও উত্তরা এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। আর বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ধৃতদের জেরা করে টাকার সন্ধান চালানো হচ্ছে।