প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: নির্মীয়মাণ একটি আবাসন (Under-construction site) ভেঙে মৃত্যু (death) হল কমপক্ষে ২ জন শ্রমিকের। বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) ওখলা থানার শিল্পতালুকে (Okhla Industrial Area)। দুর্ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করতে সমর্থ হয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে দুর্ঘটনাস্থলে থাকা একজন প্রশাসনিক আধিকারিক বলেন, "কিছু শ্রমিক ওই নির্মীয়মাণ আবাসনে খনন কাজ চালাচ্ছিলেন। সেই সময় আচমকা দুর্ঘটনাস্থলে থাকা মাটির ঢিপি ধসে পড়ে। এর ফলে বেশ কয়েকজন তার তলায় চাপা পড়েছিলেন। তবে এখন আর কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নেই।"

দেখুন ভিডিয়ো:

দক্ষিণ-পূর্ব দিল্লির ডিএসপি রাজেশ দেও বলেন, "কয়েকজন শ্রমিক ওখানে একটি বেসমেন্টে খোঁড়াখুঁড়ি করছিলেন। আচমকা মাটি ধসে সাত-আটজন চাপা পড়ে যান। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন এবং তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ওখানে কাজের জন্য কোনও কাগজপত্র রয়েছে কিনা এবং ওখানে কীভাবে খনন কাজ চালানো হচ্ছিল। বিস্তারিত তথ্য পাওয়ার পরেই এই বিষয়ে জানানো সম্ভব হবে।" আরও পড়ুন: Chandrayaan-3 Mission: চাঁদে অবতরণের মুহূর্তে তোলা ভিডিয়ো টুইট করল ইসরো;Video