প্রতীকী ছবি (Photo credits: PTI)

গুয়াহাটি, ৩০ মেঃ পাচারকারীদের চোরাচালান অভিযান পন্ডুল করতে গিয়ে খুন হলেন এক বন দফতর কর্মী। পাচারকারীদের হামলায় আহত হয়েছেন আরও তিন বন দফতর কর্মী। কাঠ চোরাচালানের (Timber Smuggling) খবর পেয়ে অসমের (Assam) গোলপাড়া জেলায় সোমবার রাতে গোপনে অভিযান চালান কয়েকজন বন দফতর কর্মী মিলে। কাঠ পাচার অভিযানে বাঁধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে বন দফতর কর্মীদের উপর হামলা করেন পাচারকারীর দল। যাদের সঙ্গে যুক্ত ছিলেন কিছু স্থানীয় বাসিন্দাও।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গুয়াহাটির (Guwahati) দারাপাড়া এলাকায় বন দফতর কর্মীদের সঙ্গে পাচাকারীদের হাতাহাতিতে বলি হয়েছেন এক ফরেস্ট অফিসার। গুরুতর জখম হয়েছেন আরও ৩। পুলিশ এও জানায়, বন দফতর কর্মীদের মোবাইল ফোন সহ তাঁদের হাত থেকে দুটি সোনার আংটি পর্যন্ত খুলে নিয়েছেন ওই কাঠ চোরাচালানকারীরা। মৃত বন দফতর কর্মীর নাম রাজবীর আহমেদ।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত ৪ বন দফতর কর্মীদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। আর সেখানেই রাজবীর আহমেদকে মৃত বলে জানায় চিকিৎসক। বাকি তিনজন কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্যে গুয়াহাটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এক উচ্চ পদস্ত বন দফতর কর্মকর্তা জানিয়েছেন, 'পাচারকারীরা এদিন আক্রমনের জন্যে ছুরি এবং বাঁশ ব্যবহার করেছিল। পাচারকারীদের সঙ্গে আরও কিছু গ্রামবাসী যুক্ত আছে বলেই প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। তাঁদের কাঠ পাচারের অভিযান বানচাল করতে গিয়ে বেঘোরে প্রাণ দিয়েছেন আমাদের এক কর্মী'।