নয়াদিল্লি: রাজস্থানের (Rajasthan) বিকানেরে প্রায় দেড় একর জমি আচমকা তলিয়ে গেল। গত ১৬ এপ্রিল রাতারাতি প্রায় ৭০ ফুট নিচে তলিয়ে যায় জমিটি। ২৪ এপ্রিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Geological Survey of India - GSI) দল ঘটনাস্থলে পৌঁছেছে। জমি তলিয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জিএসআই টিমের প্রাথমিক ধারণা, এক সময় হয়তো এই মাটির নিচে জল জমে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানা যাবে তদন্তের পর।
এদিকে বিষয়টি ছড়িয়ে পড়তে কথাটি অনেক যুবক সেলফি তুলতে এবং ইনস্টাগ্রাম রিল ফিল্ম নিতে ঘটনাস্থলে পৌঁছেছে। ভিড় খুব বেশি হতেই কর্তৃপক্ষ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে করেছে।
আরও পড়ুন: Loksabha Election 2024:আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের উখরুলে ভোট দিলেন ৯৪ বছরের বৃদ্ধা (দেখুন ভিডিও)
সূত্রে খবর, লোকসভা নির্বাচনের কারণে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দল দেরিতে পৌঁছেছে। এসডিএম রাজেন্দ্র কুমার পুরো বিষয়টির ওপর নজর রাখছেন। এখন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দল এসে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জমি তলিয়ে যাওয়ার আসল কারণ জানা যাবে। ঘটানস্থলে পুলিশ পাহারাও মোতায়েন করা হয়েছে।