Representational Image | (Photo Credits: PTI)

আলমোড়া: লাল পিঁপড়ের (Red ants) কামড়ে (bitten) উত্তরাখণ্ডে (Uttarakhand) মৃত্যু হল তিন বছরের এক শিশুর। অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের বাগেশ্বরের (Bageshwar) পাউসারি গ্রামে (Pausari)। মৃতের নাম সাগর।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাউসারি গ্রামের বাসিন্দা ভূপেশ রাম মাঠে কাজ করছিল। আর তাঁর দুই ছেলে পাঁচ বছরের প্রিয়াংশু ও তিন বছরের সাগর মাঠের পাশে এক জায়গায় খেলছিল। সেসময় দুই ভাইকেই লাল পিঁপড়ে কামড়ে দেয়। এর জেরে কিছুক্ষণ বাদেই অসুস্থ হয়ে পড়ে দুজন। পরিস্থিতি বেগতিক দেখে তাদের সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সাগর হাসপাতালে যাওয়ার পথেই মারা যায়। অন্যদিকে প্রিয়াংশুকে চিকিৎসা করার পর পরেরদিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এপ্রসঙ্গে ওই শিশুদের যে চিকিৎসক চিকিৎসা করেছেন সেই ডা: রাহুল মিশ্র জানান, ওই শিশুদের শরীরের বিভিন্ন জায়গায় পিঁপড়ে কামড়ে ছিল। এর ফলে বিষ গোটা শরীরে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটার দেড় ঘণ্টার মধ্যেই দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু, রাস্তাতেই সাগরের মৃত্যু হয়। তাদের বাবা জানিয়েছেন ওই শিশুদের বড় লাল পিঁপড়েতে কামড়ে ছিল।