জম্মু: পাকিস্তানের (Pakistan) দিক থেকে ভারতের সীমান্ত (Indian border) পেরনোর সময় বিএসএফ (BSF) জওয়ানদের গুলিতে খতম (neutralised) হল এক অনুপ্রবেশকারী (intruder)। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জম্মুর (Jammu) আরনিয়া সেক্টরে (Arnia sector)।
এপ্রসঙ্গে বিএসএফের (BSF) জম্মু ফন্ট্রিয়ারের (Jammu frontier) আইজি (IG) ডিকে বুরা জানান, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ আরনিয়া সীমান্তে মোতায়েন আইবির (IB) লোক ও বিএসএফ জওয়ানরা পাকিস্তানের দিক থেকে কিছু লোককে ভারতে প্রবেশ করার চেষ্টা করতে দেখেন। তার মধ্যে একজন ভারতের ভেতরে ঢুকেও পড়েছিল। তাকে বারবার থামতে বলা হলেও সে ক্রমশ এগিয়ে আসছিল। বাধ্য হয়ে গুলি চালান বিএসএফ জওয়ানরা। এর জেরে ঘটনাস্থলেই মারা যায় ওই অনুপ্রবেশকারী।
তিনি আরও বলেন, "ভোর সাড়ে চারটে নাগাদ ফের একজন পাকিস্তানের দিক থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। তাকে থামতে বলা হলে সে নিজের দুটো হাত তুলে দাঁড়িয়ে যায়। গুলিও চালায়নি। তবে তাকে ধরার আগেই সে ফের পাকিস্তানে পালিয়ে যায়। এই দুটো ঘটনা প্রমাণ করে যে পাকিস্তানের দিক থেকে বারবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চলছে। কিন্তু, আমি আপনাদের নিশ্চিন্ত করতে চাই যে সীমান্ত দিয়ে কোনওরকম অনুপ্রবেশ করতে দেব না আমরা।"
Around 2.30 am, jawans deployed along the IB in Arnia sector noticed some movement. When an intruder entered the Indian territory, he was challenged but he moved forward aggressively. In retaliatory firing, he was neutralised: DK Boora, IG, BSF Jammu frontier (1/2) pic.twitter.com/p2gwzh3yQY
— ANI (@ANI) November 22, 2022
In another incident, around 4.30 am movement was seen. He too was challenged, he stopped&raised his hands. He wasn't fired at&was apprehended. Both incidents show cross-border attempts are underway. I assure you, won't allow any infiltration at border: IG, BSF Jammu frontier(2/2) pic.twitter.com/9ieaVqwx95
— ANI (@ANI) November 22, 2022