জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ (Article 370) ফেরানো নিয়ে এবার প্রকাশ্যে কংগ্রেসকে সমর্থন করল পাকিস্তান সরকার। বৃহস্পতিবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফের একটি বক্তব্য ভাইরা্ল হয়েছে, যেখানে তিনি দাবি করেন, ৩৭০ নিয়ে নওয়াজ শারিফের সরকার এবং কংগ্রেস, এনসি একই জায়গায় অবস্থান করছে। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর কড়া সমালোচনা শুরু করে দিয়েছে বিজেপি। যদিও দুই দলেরই নেতৃত্ব তাঁদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ওমর আবদুল্লা সাফ জানিয়েছে পাকিস্তানি মন্ত্রী মন্তব্যে সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। এমনকী কংগ্রেসের তরফ থেকেও সেই একই দাবী। যদিও বিজেপি এই সমস্ত সাফাই শুনতে রাজি নয়।
বিজেপি নেতা সম্বিত পাত্র (Sambit Patra) বলেছেন, "৩৭০ ও ৩৬ এ অনুচ্ছেদ ফিরিয়ে আনা নিয়ে পাকিস্তানের মধ্যে জঙ্গি দেশের এক মন্ত্রী যেভাবে কংগ্রেসকে সমর্থন করছে। তাতে সকলেই স্তম্ভিত। তবে এটা নতুন কিছু নয়, এর আগে যখন জম্মু-কাশ্মীর থেকে এই দুটি ধারা তোলা হচ্ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য চলাকালীন এক কংগ্রেস সাংসদ সদনে দাঁড়িয়ে বলেছিলেন অনুচ্ছেদ ৩৭০ সরানোর আগে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত। শুধু পাকিস্তান নয়, খালিস্তানি নেতা পান্নুও রাহুল গান্ধীকে সমর্থন করছে"।
#WATCH | Puri, Odisha | MP & BJP national spokesperson Sambit Patra says, "The way Defence Minister of Pakistan have supported Congress and said that Pakistan has the same stand as of Congress concerning Article 370 and 35A - to restore them. Pakistan is a terrorist state and a… pic.twitter.com/5ipT67Lqra
— ANI (@ANI) September 19, 2024
সম্বিত পাত্র আরও বলেন, এর আগে কংগ্রেস নেতা মণীশঙ্কর আইয়ার পাকিস্তানের গিয়ে তাঁদের সাংবাদিকদের সাক্ষাৎকারে প্রকাশ্যে বলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ফেলার জন্যয পাকিস্তানের সমর্থন প্রয়োজন। আমার রাহুল গান্ধীর কাছে একটাই প্রশ্ন, সন্ত্রাসবাদীরা কংগ্রেসকে এত সমর্থন করছে কেন? এদের সঙ্গে রাহুল গান্ধীদের কী সম্পর্ক রয়েছে? পাকিস্তানের সঙ্গে কোন সমঝোতা করেছে কংগ্রেস?