ত্রিবান্দ্রাম, ২৩ জানুয়ারি: এবার গন্ডগোল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে (Air India Express Flight)। এবার এয়ার ইন্ডিয়ার একটি বিমান ১০৫ জন যাত্রীকে নিয়ে কেরলের (Kerala) ত্রিবান্দ্রাম থেকে ওমানের মাসকাটে উড়ে যাচ্ছিল। সোমবার সকাল সাড়ে আটটায় ত্রিবান্দ্রাম (Trivandrum ) বিমানবন্দর থেকে মাসকাটের (Muscat) উদ্দেশে ওড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। তবে সাড়ে আটটায় ত্রিবান্দ্রাম বিমানবন্দর থেকে সেটি উড়ে ফের ৯.১৭ মিনিটে সেখানেই ফিরে আসে ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেমে গোলযোগ দেখা দেওয়ায়। যা নিয়ে শোরগোল শুরু হয়। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানে ঘিরে জোর শোরগোল শুরু হয়।
আরও পড়ুন: Air India Pee-Gate: বিমানে মহিলার গায়ে মূত্রত্যাগ, অভিযুক্ত শঙ্কর মিশ্রকে 'নিষিদ্ধ এয়ার ইন্ডিয়ার
Kerala | An Air India Express flight with 105 passengers onboard from Trivandrum to Muscat (Oman) landed at Trivandrum Airport due to a technical issue in FMS (flight management system). The flight took off from Trivandrum at 8.30am & landed back at 9.17am: Air India Express Spox pic.twitter.com/WNkIZGK8in
— ANI (@ANI) January 23, 2023
গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিতে ফেরার সময় শঙ্কর মিশ্র নামে এক যাত্রী মহিলা সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন বলে অভিযোগ। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। ওই ঘটনার পর শঙ্কর মিশ্র নামের ওই যাত্রীকে আগামী ৪ মাসের জন্য নিষিদ্ধ করে এয়ার ইন্ডিয়া। এমনকী ওই যাত্রীর ব্যবহারের জেরে এয়ার ইন্ডিয়াকে জরিমানাও করা হয় DGCA-এর তরফে।