SpiceJet (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২ জুন:  ৩১ জুলাই পর্যন্ত ভারতও সৌদি আরবে মধ্যে ৩৭টি বিমান চালাবে স্পাইসজেট। যে সমস্ত ভারতীয় হজযাত্রী (Haj 2022) এবার মক্কা ও মদিনা পরিদর্শনে যাবেন, তাঁদের জন্য এই বন্দোবস্ত করেছে বিমান সংস্থা।  বৃহস্পতিবার স্পাইসজেটের তরফে এই ঘোষণা করা হল। আগামী ৫ ও ২০ জুনের মধ্যে শ্রীনগর থেকে মদিনার উদ্দেশে উড়ে যাবে হজযাত্রীদের বিমান। আবার ১৫-৩১ জুলাইয়ের মধ্যে  জেদ্দা থেকে শ্রীনগরে ফিরবে হজযাত্রীদের বিমান। চলতি বছরে ভারতীয় হজযাত্রীদের জেদ্দা ও মদিনায় পৌঁছবে শুধু স্পাইসজেট।

এর আগে স্পাইসজেট গয়া এবং শ্রীনগর থেকে হজযাত্রীদের নিয়ে জেদ্দায় উড়ে গেছে। ১৯ হাজার হজযাত্রীকে জেদ্দায় পৌঁছে দিয়েছে পবিত্র হজের পর তাঁদের ফিরিয়ে নিয়ে এসেছে দেশে। অতিমারি করোনার কারণেই ২ বছর যাবৎ এই হজযাত্রা বন্ধ ছিল।