মুম্বই, ১৪ নভেম্বরঃ বলিউডের খ্যাতনামা সঙ্গীত শিল্পী আদনান স্বামী (Adnan Sami)। ভারতের গায়ক হলেও আদনান মূলত পাকিস্তান বংশোদ্ভুত। আদনান স্বামীর মা জম্মুর বাসিন্দা এবং বাবা পাকিস্তানের। তবে তাঁর জন্ম হয় ব্রিটেনে। ২০০১ সাল থেকে তিনি রয়েছেন ভারতে। ২০১৬ সালে এদেশের নাগরিকত্ব মিলেছে তাঁর। তবে পাকিস্তানের (Pakistan) বাসিন্দা না হয়েও কী কারণে সে দেশের উপর আদনানের এত ক্ষোভ?
সম্প্রতি আদনান সামি (Adnan Sami) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি সুদীর্ঘ পোস্ট শেয়ার করেন। আর সেই পোস্টেই পাকিস্তান নিয়ে বিস্ফোরক হয়ে উঠেছেন শিল্পী। পাকিস্তানের পর্দা ফাঁস করার দাবিও জানিয়েছে সে। সোমবার আদনান লেখেন, “অনেকেই আমায় প্রশ্ন করেছে পাকিস্তান নিয়ে আমার মনোভাব এত বিরূপ কেন। কিন্তু সত্যিটা হল যারা আমায় সেখানে ভাল বেসেছেন, ভাল ব্যবহার করেছেন তাঁদের নিয়ে আমার কোন অভিযোগ নেই”।
দেখুন আদনান সামির সেই ট্যুইটঃ
— Adnan Sami (@AdnanSamiLive) November 14, 2022
শিল্পীর মূল ক্ষোভ পাকিস্তান (Pakistan) সরকারের উপর। এপ্রসঙ্গে আদনান বলেন, “যারা আমায় ভাল করে চেনেন তারা জানেন পাক সরকার বছরের পর বছর ধরে আমার সঙ্গে ঠিক কী ব্যবহার করেছে। আর সেই কারনেই আমি বাধ্য হয়েছিলেন সে দেশ ছাড়তে।
এখানেই থেমে থাকেননি আদনান সামি (Adnan Sami)। তাঁর সঙ্গে হওয়া অন্যায় সমগ্র বিশ্ববাসির সামনে তুলে আনার হুমকিও এদিন দিয়েছেন তিনি। গায়ক লিখেছেন, “সেখানে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল খুব শীঘ্রই আমি সেই সত্যিটা সামনে আনবো। যা হয়তো অনেকেই অবাক করে দেবে। এত দিন আমি মুখ বন্ধ রেখেছিলাম। কিন্তু আর নয়। সঠিক সময়ে আমি সকলকে সবটা জানাবো”।