AAP MP Raghav Chadha (Photo Credits: IANS)

মণিপুরের রাস্তায় দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং তারপর তাঁদের গণধর্ষণের ভিডিয়ো বুধবার রাতে নেটপাড়ায় উঠে আসতেই দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার নিন্দায় আরও জোরালো হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের (Manipur CM N Biren Singh) ইস্তফার দাবি। উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি সামাল দিতে চরম ব্যর্থ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। সেই দাবি তুলেই শুক্রবার সিংহের মুখ্যমন্ত্রী পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (AAP MP Raghav Chadha)।

প্রায় আড়াই মাস ধরে জ্বলছে মণিপুর। কুকি আর মেইতেই সম্প্রদায়ের সাম্প্রদায়িক অশান্তির জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। এদিকে দেশের এক রাজ্যের এমন দেহাল দশা দেখা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টু শব্দটিও করেননি। মণিপুর প্রসঙ্গে বিরোধীরা বারেবারে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি শুনতে চাওয়ার পরেও উদাসীন ছিলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিজেপি মন্ত্রীরা মণিপুর নিয়ে কথা বললেই মুখে কুলুপ এঁটে ছিলেন মোদী। আড়াই মাস পর মণিপুর প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন মণিপুর নিয়ে বাক্যব্যয় করলেন মোদী। জানালেন, মণিপুরের ঘটনায় তাঁর হৃদয় ব্যথিত। দেশের মা বোনের অসম্মান করেছেন যে অপরাধীরা তাঁদের প্রত্যেককে যোগ্য শাস্তি দেওয়া হবে।

হিংসাত্মক মণিপুরের বিশ্রি চেহারার ভিডিয়ো সদ্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই নতুন করে প্রশ্ন উঠছে মুখে মুখ্যমন্ত্রী এন বীরেনের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে। এদিকে সিংহের ইস্তফার দাবি অন্যদিকে বিজেপি সূত্রে খবর, এখনই বীরেনকে সরানোর কথা ভাবছে না দল।