রবিবাসরীয় দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল গুজরাটে (Gujarat)। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল ২ শিশু সহ মোট ৮ জনের। দুর্ঘটনাটি ঘটেছে সুরেন্দ্রনগরের দেদাদারা ও জামার গ্রামের সংলগ্ন এলাকায়। সুরেন্দ্রনগর-লাখতার হাইওয়ে একটি এসইউভি ও ছোট চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই লেগে যায় আগুন। কয়েক মিনিটের মধ্যে ছোট গাড়িটি সম্পূর্ণভাবে আগুন ধরে যায়। যার ফলে গাড়িতে থাকা সাত যাত্রীর আগুনে পুড়েই মৃত্যু হয়। যার মধ্যে দুই শিশুও ছিল বলে খবর। অপর আরেকটি গাড়িতে থাকা চার যাত্রী মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।
দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটে দুর্ঘটনা
দুর্ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে পুলিশ ও দমকলে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর উদ্ধার করা হয় দেহগুলি। অন্যদিকে অপর গাড়ি থেকেও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এদিন সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। দুটি গাড়িই প্রচন্ড গতিতে যাচ্ছিল। হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের কারণে ছোট গাড়িটি উল্টে পাশের একটি খাদে পড়ে যায়। তারপরেই গাড়িতে আগুন ধরে।
হাইওয়েতে বন্ধ ছিল যান চলাচল
এখনও পর্যন্ত হতাহতদের নাম পরিচয় কিছুই জানা যায়নি। তবে ছোট গাড়িটি কাদু গ্রাম থেকে আসছিল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল সুরেন্দ্রনগর-লাখতার হাইওয়ে। যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থল থেকে দুটি গাড়ি সরিয়ে নিয়ে যায়। যার ফলে যান চলাচল আপাতত স্বাভাবিক হয়েছে।