Tripura Flood Situation (Photo Credit: X)

টানা কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি বিহারে (Bihar)। রাজ্য প্রশাসনের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে ৩৭ জনই শিশু ছিল বলে জানা গিয়েছে। বর্তমানে বিহারে জিটিয়া উৎসব চলছে। এই উৎসবের মরসুমে কমপক্ষে ১৩ জেলা থেকে এই মৃত্যুর খবর উঠে আসছে। পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সরণ, পাটনা, বৈশালী, মুজাফ্ফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ এবং আরওয়াল থেকে সর্বাধিক মৃত্যুর খবর উঠে আসছে। এখনও পর্যন্ত ৪৩ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি ৩ জনের দেহ উদ্ধার করছে উদ্ধারকারী দল। স্বজনহারাদের ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি জানিয়েছেন, বিহার প্রশাসন উদ্ধারকারী দলদের তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী তো বটেই, রাজ্য প্রশাসন আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে। এসডিআরএফ, এনডিআরএফের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে।

প্রসঙ্গত, বিহারের পাশাপাশি ঝাড়খণ্ড, বাংলাতেও বন্যা পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ মোট ৭টি জেলায় বন্যা পরিস্থিতি হয়েছে। এরজন্য আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ডিভিসি ও কেন্দ্র সরকারকেই দায়ী করেছে।