ফের দেওয়াল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা। ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যু হল দুজনের। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। মেয়ের বয়স মাত্র এক বছর। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) ভিওয়াড়ির পাথ্রেডি গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তাঁরও অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই দুর্ঘটনাস্থলের আশেপাশে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। সেই বাড়ির বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় মৃত মা ও মেয়ে

জানা যাচ্ছে আহত যুবক ওই এলাকায় দিনমজুরের করতেন এবং পরিবার নিয়ে ওই বাড়িতে থাকতেন। ঘটনার সময় তাঁরা বাড়িতেই ছিলেন। তবে আচমকা দেওয়ালের একটা অংশ ভেঙে পড়বে, তা তাঁরা আন্দাজ করতে পারেননি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই থানায় খবর দেয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।\

দেখুন ভিডিয়ো

উত্তরপ্রদেশেও দেওয়াল ভেঙে দুর্ঘটনা ঘটেছিল

দিনকয়েক আগেও উত্তরপ্রদেশে দেওয়াল ভেঙে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৪ জন। সেই সময়ও প্রবল ঝড়ে ভেঙে পড়েছিল দেওয়ালটি।