ফের ধর্মীয় গুরুর প্রচারে পদপিষ্টের মতো পরিস্থিতি। শনিবার মহারাষ্ট্রের থানে এলাকায় মানকোলি নাকা এলাকায় বাগেশ্বর ধামের (Bageshwar Dham) প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী (Dhirendra Krishna Shastri) গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর অনুষ্ঠানে লাখো লাখো মানুষের জমায়েত হয়েছিল। কিন্তু কোনওরকমের নিরাপত্তা ছিল না। কার্যত ধীরেন্দ্র শাস্ত্রীর নিরাপত্তারক্ষীরাই ওই ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু জনতাদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। যার ফলে অনেক পুরুষ, মহিলা পড়ে যায়। যদিও এখনও হতাহতের কোনও খবর আসেনি। তবে এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এর আগেও গত বছর উত্তরপ্রদেশে এক ধর্মগুরু সভায় চরম বিশৃঙ্খলা হয়েছিল। একাধিক মানুষ মারা যায়, তবে কেউ গ্রেফতার হয়নি।

আল্লু অর্জুনের ছবির প্রচারে পদপিষ্টের ঘটনা

একদিকে যখন ধর্মগুরুরা এই পদপিষ্টের ঘটনা থেকে পালিয়ে গিয়ে বা পুলিশি নিষ্ক্রিয়তার কারণে গ্রেফতার হন না, তখন অন্যদিকে পুলিশি নিরাপত্তার মধ্যেও যখন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবির প্রচারের জন্য আল্লু অর্জুন এসেছিলেন, তখন জনতার হুড়োহুড়িতে মৃত্যু হয় এক মহিলার। আহত হয়েছিল তাঁর ছেলে। সেই ঘটনায় পুলিশ নিজেদের কাঁধ থেকে দোষের দায় ঝাড়তে গ্রেফতার করে আল্লু অর্জুনকে। পরবর্তীকালে অবশ্য সে জামিনে ছাড়া পায়।

দেখুন ভিডিয়ো