হরিয়ানায় (Haryana Assembly Election 2024) আজ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। তবে এই ভোটের কয়েকদিন আগে একটি জনসভায় এক মহিলা কংগ্রেস কর্মীর ওপর শ্লীলতাহানীর অভিযোগ ওঠে দলেরই বাকি কর্মীদের বিরুদ্ধে। এমনকী প্রকাশ্য জনসভায় তাঁর শরীরে হাত দেওয়ারও অভিযোগ উঠেছিল। এমনকী এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডার একটি জনসভায় সামনেই দাঁড়িয়েছিলেন ওই কর্মী। পেছন থেকে কোনও এক ব্যক্তি তাঁর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। এরপরেই ওই মহিলা কর্মী এই ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন এবং তিনি দাবিও করেন যে তাঁর সঙ্গে অনেক পুরুষ কর্মী অশালীন আচরণ করার চেষ্টা করেছে। এমনকী তাঁর কাকা জাসি পিতওয়ার নির্বাচনের প্রার্থী হওয়ার পরেও এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।
যদিও এইসব ঘটনা ব্যক্তিগত বিষয় এবং এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলেই শনিবার দাবি করলেন আক্রান্ত কংগ্রেস কর্মী। এদিন তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো আপলোড করেন যেখানে তিনি দাবি করছেন যে, ওই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে একাধিক ভুয়ে প্রোফাইল তৈরি হয়েছে। যেখানে তাঁর ছবি ব্যবহার করে দলবিরোধী মন্তব্য করা হচ্ছে। এমনকী দলত্যাগের পোস্টও করা হয়েছে বলে অভিযোগ মহিলা কংগ্রেস কর্মীর। যদি তিনি দল ছাড়বে না এবং তাঁর কাকা জাসি ও দীপেন্দরকে সমর্থন করে যাবেন বলে জানিয়েছেন তিনি।
#WATCH | A Congress worker on whom there was an alleged molestation attempt at a Congress rally in Haryana during campaigning earlier, in a video released by Haryana Congress says, "Deepender Hooda had come for an event. Some mischievous elements are making fake IDs using my name… pic.twitter.com/BxDAEO8Jg2
— ANI (@ANI) October 5, 2024