Maharashtra:  নতুন করে আক্রান্ত ৮০ জন, সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনার কবলে ১ হাজার ৮৮৯ পুলিশকর্মী
লকডাউনে পুলিশকর্মী (Photo Credits: IANS)

মুম্বই, ২৬ মে: মহারাষ্ট্রের পুলিশকর্মীদের মধ্যে ফের নতুন করে আক্রান্ত ৮০ জন। সবমিলিয়ে ওই রাজ্যে মোট করোনা আক্রান্ত পুলিশকর্মী (Maharashtra police personnel) ১ হাজার ৮৮৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন পুলিশকর্মী আক্রান্ত হওয়ার পাশাপাশি ২ পুলিশকর্মীর মৃত্যুও হয়েছে। সবমিলিয়ে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি ২০ জন পুলিশকর্মী। এই মুহুর্তে ১ হাজর ৩১ জন পুলিশকর্মী কোভিড-১৯ পজিটিভ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে ৮৩৮ জন পুলিশকর্মী করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জিতে ফিরেছেন। দেশের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৬৬৭। সোমবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪৩৬ জন। মৃত্যু হয়েছে ৬০ জনের।

মুম্বইতেই মারা গিয়েছেন ৩৮ জন। সবমিলিয়ে মৃতের তালিকায় হাজার অতিক্রম করে গেল দেশের বাণিজ্যিক নগরী। সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা ১০২৬। সেখানে মুম্বইতে মোট করোনা আক্রান্ত ৪০ হাজারেরও বেশি। পুণেতে একদিনে আক্রান্ত ৪৫৯ জন। সবমিলিয়ে পুণে শহরে ৬ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত ২৮০ জনে মৃত্যু হয়েছে। গতকালই ৮ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র ছাড়া ১৪ হাজার ৪৬৮ মোট আক্রান্ত এখন গুজরাটে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন কোভিড রোগী ৪০৫ জন। গতকাল ৩০ জনের মৃত্যু হওয়াতে মোট মৃতের সংখ্যা এখন ৮৮৮। কেরালায় নতুন করে কোভিড আক্রান্ত ৪৯ জন। সবমিলিয়ে সেখানে মোট করোনা রোগী ৮৯৬। আরও পড়ুন-Indian Army Major Suman Gawani: যৌন সহিংসতা বিরোধী প্রচারে গুরুত্ব পূর্ণ ভূমিকা নেওয়ায় রাষ্ট্রপুঞ্জে সম্মানিত ভারতীয় সেনার মেজর সুমন গাওয়ানি

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনার কবলে (coronavirus cases) ৬ হাজার ৯৩৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী ভারতে এনিয়ে কোভিড রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হাছেন ৮০ হাজার ৭২২ জন। অন্যদিকে ৬০ হাজার ৪৯০ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এর মধ্যে একজনকে আবার দেশে পাঠানো হয়েছে। সোমবার পর্যন্ত ইরানে মোট করোনা আক্রান্ত ছিল ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ জন। এদিকে সোমবারের হিসেবেই ইরানকে টপকে গেল ভারত। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন আক্রান্ত প্রায় সাত হাজার। সবমিলিয়ে শীর্ষ তালিকায় থাকা ১০টি করোনা বিধ্বস্ত দেশের মধ্যে একটি এখন ভারত।