বেঙ্গালুরু, ১৩মে: কুম্ভমেলা (Kumbh Mela) থেকে ফেরৎ ৬৭ বছরের এক বৃদ্ধার শরীরে মিলল করোনা ভাইরাস। ওই বৃদ্ধার কাছ থেকে আরও ৩৩ জন আক্রান্ত হয়েছেন বলে খবর।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, গত এপ্রিল মাসে কুম্ভমেলা থেকে তীর্থ করে ফেরেন বছর ৬৭-র এক বৃদ্ধা। কুম্ভ থেকে ফেরার কয়েকদিনের মধ্যে ওই বৃদ্ধার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন: Sonu Sood: পৌঁছে দিলেন রেমডিসিভির, 'বিপদে' হরভজন সিংকে সাহায্য সোনু সুদের
জানা যায়, কুম্ভ ফেরৎ ওই বৃদ্ধার পুত্রবধূ পশ্চিম বেঙ্গালুরুর স্পন্দনা মানসিক চিকিৎসা কেন্দ্রের একজন মনোরোগ বিশেষজ্ঞ। ওই বৃদ্ধার পুত্রবধূর কাছে যে ১৩ জন চিকিৎসা করাচ্ছিলেন, তাঁরা প্রত্যেকে এরপর করোনায় আক্রান্ত হন বলে জানা যায়।
মনোরোগ বিশেষজ্ঞ নিজেরও কোভিড (COVID 19) পরীক্ষা করান। জানা যায়, তিনিও আক্রান্ত তবে উপসর্গহীন। এরপর ওই বৃদ্ধার পরিবারের আরও ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব চখে পড়ে। ফলে কুম্ভ ফেরৎ ওই ৬৭ বছরের বৃদ্ধাকেই আপাতত 'সুপার স্প্রেডার' (Super Spreader) হিসেবে চিহ্নিত করা হয়েছে বেঙ্গালুরু মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে।