জয়পুর : স্ত্রীর প্রেমিকের হাতে খুন ৩৩ বছর বয়সী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) পালিতে। খুনের পর লাশ ছয় টুকরো করে বিভিন্ন স্থানে পুঁতে ফেলা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মদনলাল তাঁর প্রেমিকার স্বামী যোগেন্দ্রকে হত্যা করে, তারপর তাঁর দেহটি টুকরো টুকরো করে কাছাকাছি একটি জঙ্গলে পুঁতে দেয়। বাড়ি থেকে ১০০ মিটার দূরে ওই জঙ্গল থেকে মাথা, হাত ও পা উদ্ধার হয়েছে। পুলিশ (Police) আরও জানিয়েছে, যে স্থান থেকে শরীরের ওই অংশগুলি মাটি চাপা দেওয়া ছিল সেই স্থানে একটি আমের চারাও রোপণ করা হয়।
আরও পড়ুন : Delhi: ছুরির আঘাতে খুন মেয়ের প্রেমিককে, অবশেষে পুলিশের জালে বাবা ও ছোট ভাই
সূত্রে খবর, পালি জেলার বাসিন্দা যোগেন্দ্র ১১ জুলাই বাড়ি ছেড়েছিলেন। এরপর তিনি আর ফেরেননি, তাঁর কোনও খোঁজও মেলেনি। ১৩ জুলাই যোগেন্দ্রের বাবা স্থানীয় থানায় নিখোঁজ রিপোর্ট দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার স্ত্রীর প্রেমিক মদনলালকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে মদনলাল স্বীকার করেছে যে, যোগেন্দ্রের স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং সে তাকে হত্যা করেছে। সে ব্যাখ্যা করে কিভাবে এই খুন সে করেছে। নিহতের বাবা মিশ্রাল মেঘওয়াল বলেন, ‘আমার বিশ্বাস আমার ছেলের হত্যাকাণ্ডে আরও অনেকে জড়িত ছিল।’