শিলং: মঙ্গলবার অসম ও মেঘালয় সীমান্তে (Assam-Meghalaya border) তুমুল গুলির লড়াইয়ের (Shooting) জেরে মৃত্যু হল অসম বন দপ্তরের এক নিরাপত্তারক্ষী (Assam forest guard)-সহ চারজনের। মৃতদের মধ্যে মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের (West Jaintia Hills) তিন ব্যক্তিও রয়েছে।
এপ্রসঙ্গে মেঘালয়ের ডিজিপি (DGP) এল আর বিশনই (LR Bishnoi) জানান, ঘটনাটি ঘটেছে অসম-মেঘালয় সীমান্তের মুকরোহ (Mukroh) গ্রামে। গুলির এই লড়াইয়ের ফলে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তথ্য তারপরই দেওয়া সম্ভব হবে।
সূত্রের খবর, এই ঘটনার পরেই মেঘালয়ের সাতটি জেলায় ইন্টারনেট কানেকশন বন্ধ রেখেছে মেঘালয় সরকার। এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে মেঘালয় সরকারের তরফে।
দুপুরে এপ্রসঙ্গে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেন। জানান, অসম পুলিশ ও অসম বন দপ্তরের নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াইয়ের ফলে পাঁচজন মেঘালয়ের বাসিন্দা ও অসম বন দপ্তরের এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।
I strongly condemn the horrific and ugly incidents that happen this morning the 22/11/2022 at Mukroh Village in my home district of West Jaintia Hills, Meghalaya that hamper peaceful law and order in the state... pic.twitter.com/BcatI9H9o1
— aloysius Papang (@papang_aloysius) November 22, 2022
Six persons died in firing incident along Assam-Meghalaya border: Conrad Sangma
Read @ANI Story | https://t.co/edAOIfjrrp#Meghalaya #Assam #Firingincident #ConradSangma pic.twitter.com/3HwOIKcmN8
— ANI Digital (@ani_digital) November 22, 2022