শ্রীনগর, ৩০ এপ্রিলঃ রবিবার সাত সকালে কেঁপে উঠল জম্মু এবং কাশ্মীর (Earthquake in Jammu and Kashmir)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Centre for Seismology) তথ্য অনুসারে, রবিবার ভোররাত ৫:১৫ নাগাদ ভূমিকম্প দেখা দেয় জম্মু কাশ্মীরে। কম্পনের গভীরতা ছিল ৫ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ (4.1 Magnitude Earthquake in Jammu and Kashmir)।
রবিবার সাত সকালে কেঁপে উঠল জম্মু এবং কাশ্মীর...
An earthquake with a magnitude of 4.1 on the Richter Scale hit Jammu & Kashmir today at 5:15 am: National Centre for Seismology pic.twitter.com/4LIs18kTAU
— ANI (@ANI) April 30, 2023
জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) প্রশাসনের তরফে আগেই ঘোষণা করা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলের ২০টি জেলা নিয়ে গঠিত হবে এমারজেন্সি অপারেশন সেন্টার ()। যেহেতু ওই অঞ্চল অত্যন্ত বন্যা প্রবণ সেই ক্ষেত্রে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে এই এমারজেন্সি অপারেশন সেন্টার সহায়তা করবে।