প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ সুরাটের (Surat) টেক্সাটাইল কারখানায় বিস্ফোরণ(Explosion)। আগুনে ঝলসে মৃত্যু ২ কর্মীর। আহত কমপক্ষে ২০। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাট জেলায় একটি টেক্সটাইল প্রক্রিয়াকরণ ইউনিটে। রাসায়নিক ড্রাম থেকে বিস্ফোরণ ঘটে বলে খবর। বিস্ফোরণের পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওই কারখানার দুই কর্মী। আহত হন প্রায় ২০ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সুরাটে ফের বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত্যু ২ কর্মীর , আহত ২০

এই ঘটনায় সুরাটের হকুমাশাসক ভি কে পিপালিয়া জানিয়েছেন, সোমবার দুপুরে জোলভা গ্রামের সন্তোষ টেক্সটাইল কারখানায় বিস্ফোরণ ঘটে। রাসায়নিকের ড্রামে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন। উল্লেখ্য, দিন কয়েক আগেই গুজরাটের আনন্দ জেলার ম্বাতের একটি খাবার তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে দু'জনের মৃত্যু হয়।

সুরাটের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২ কর্মী, আহত ২০