নয়াদিল্লি: দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় আজ দুপুরে মর্মান্তিক হিট-এন্ড-রান ঘটনায় ১৩ বছর বয়সী নাবালকের মৃত্যু হয়েছে। সূত্রে খবর, সে স্কুল থেকে ফিরে সাইকেল চালিয়ে শিঙাড়া বের হয়েছিল, সে সময় একটি কালো রঙের মাহিন্দ্রা থার এসইউভি অতি দ্রুতগতিতে তার সাইকেলে ধাক্কা দেয়।
স্থানীয় পেট্রোল পাম্পের কর্মী গণেশ মাথুর জানান, তাঁরা একটা জোরালো শব্দ শুনে দৌড়ে আসে এবং দেখে গাড়িটি সাহায্য না করে দ্রুত পালিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালককে কাছাকাছি হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, অজ্ঞাত ড্রাইভারকে খুঁজে বের করার জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ভাসন্ত কুঞ্জ নর্থ থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা ২৮১ এবং ৩০৪-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন: Glacier Broke Video: ভাঙছে হিমবাহ, পাহাড় ভেদ করে বরফের নদী এগিয়ে আসছে সমতল গিলতে, দেখুন ভয়াবহ ভিডিয়ো উত্তরাখণ্ডের
ছাত্রের বাবা বলেন, ‘আমরা কাজ করতে করতে খবর পাই এবং দৌড়ে আসি, কিন্তু ততক্ষণে আমাদের ছেলে মারা গিয়েছে। সে ১৫ মিনিট ধরে রাস্তায় কষ্ট পেয়েছে কিন্তু কেউ সাহায্য করেনি।