প্রচন্ড দাবদাহের মধ্যেই কাজের জন্য বাইরে বের হতে হয়। সারাদিন রোদে ঘুরলে যেমন ক্লান্তি অনুভব হয়, অতিরিক্ত সূর্যের তাপের প্রভাবে ত্বকের মধ্যে ডার্ক সার্কেল বা কালচে দাগ চলে আসে । রোদে ঘোরাঘুরি করলে কালচে দাগ ছোপ তৈরি হয় । ফলে মুখের সৌন্দর্য নষ্ট হয়। তবে কয়েকটি ঘরোয়া পদ্ধতি মেনে চললে সহজে কালচে রোদে পোড়া দাগ দূর করা সম্ভব । জেনে নিন সেই উপায় গুলি কি। রোদে পোড়া ত্বক ফর্সা করতে কয়েকটি পদ্ধতি দেখে নিন।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার বা ভিটামিন সি যুক্ত প্রসাধন ব্যবহার করেও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়। রোদে পোড়া ত্বক ফর্সা করার জন্য কিছু ঘরোয়া উপায় নিচে দেওয়া হলো:
ঠান্ডা কম্প্রেস: পোড়া স্থানে ঠান্ডা কম্প্রেস লাগালে জ্বালা এবং ফোলা কমে।
অ্যালোভেরা: অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগালে তা ত্বকের জ্বালা কমাতে সাহায্য করে। পোড়া দাগ দূর করে দেয়।
লেবুর রস এবং মধু: লেবুর রস এবং মধুর মিশ্রণ ত্বকের রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে।
শসা ও টমেটো পেস্ট: শসা এবং টমেটোর পেস্ট ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে।
দই ও হলুদের পেস্ট: দই ও হলুদের পেস্ট ত্বকের রোদে পোড়া দাগ কমাতে এবং উজ্জ্বল করতে সাহায্য করে।
কমলা, লেবু, এবং অন্যান্য ফল খাওয়া দরকার। ভিটামিন সি সমৃদ্ধ লোশন বা সিরাম ব্যবহার করলেও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
সানস্ক্রিন: রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা দরকার। চন্দন, হলুদ এবং গোলাপ জল বা ঠান্ডা দুধ দিয়ে তৈরি ফেসপ্যাক রোদে পোড়া ত্বকের উন্নতি করে।