Indigo Advisory (Photo Credit: X@ANI)

 

নেপালে চলমান বিক্ষোভের কারণে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ রয়েছে, সেই কারণে ১০ সেপ্টেম্বর দুপুর ১২:০০ টা পর্যন্ত কাঠমান্ডুগামী এবং সেখান থেকে সমস্ত ফ্লাইট স্থগিত থাকবে বলে মঙ্গলবার ইন্ডিগো এয়ারলাইন্স একটি ভ্রমণ পরামর্শ জারি করে ঘোষণা করেছে। বিমান সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে- "কাঠমান্ডুগামী এবং সেখান থেকে সমস্ত ফ্লাইট ১০ সেপ্টেম্বর রাত ১২:০০ টা পর্যন্ত বাতিল করা হয়েছে। যদি আপনার ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হয়, তাহলে আপনি বিকল্প ফ্লাইট বেছে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে টাকা ফেরতের দাবি করতে পারেন" ।বিবৃতিতে আরও বলা হয়েছে- "যদি আপনার ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হয়, তাহলে আপনি বিকল্প ফ্লাইট বেছে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ফেরত দাবি করতে পারেন। তাৎক্ষণিক ত্রাণ ব্যবস্থা হিসেবে, আমরা কাঠমান্ডুতে এবং সেখান থেকে ভ্রমণের জন্য পুনঃনির্ধারণ এবং বাতিলকরণের উপর ছাড় ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি, যা ৯ সেপ্টেম্বর বা তার আগে করা বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। "

টাকা ফেরতের বিষয়ে ইন্ডিগো কাঠমান্ডুতে যাতায়াতকারী এবং সেখান থেকে আসা যাত্রীদের জন্য পুনঃনির্ধারণ এবং বাতিলকরণের উপর ছাড় ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এই ছাড় ৯ সেপ্টেম্বর বা তার আগে করা বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।বিমান সংস্থাটি জানিয়েছে যে তাদের দলগুলি ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি পেলে সময়োপযোগী আপডেট প্রদান করবে।

এদিকে, নেপালে বিক্ষোভের মুখে ইন্ডিগো কাঠমান্ডুতে ফ্লাইট স্থগিত করার বিষয়ে সরকার মন্ত্রিসভা কমিটির নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক ডেকেছে যেখানে  নেপালের উন্নয়ন নিয়েও আলোচনা করা হবে। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বন্যা কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন করে ফিরে আসার পর এই বৈঠক অনুষ্ঠিত হবে।