খারাপ রাস্তার কারণে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুনের (Pune) আউন্ধের নাগরাস রোডে। জানা যাচ্ছে, এক বৃদ্ধ স্কুটিতে করে যাচ্ছিলেন। আচমকাই এই গর্তে চাকা পড়ে যাওয়ায় স্কুটিসহ উল্টে যান তিনি। আর পেছন থেকে একটি গাড়ির চাকা উঠে যায় তাঁর মাথায়। আর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে কর্তব্যরক ট্রাফিক পুলিশ, স্থানীয় বাসিন্দারা। তাঁরা তড়ঘড়ি দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় খারাপ রাস্তাকেই দায়ী করছেন স্থানীয়রা।

খারাপ রাস্তার কারণে ঘটে দুর্ঘটনা

জানা যাচ্ছে, আউন্ধের পিনাক গাঙ্গোত্রী এলাকার ওই বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধ। এদিন সকালে সবেমাত্র বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময়ই দুর্ঘটনার ঘটে। দেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকাবাসীর দাবি, এই দুর্ঘটনায় চারচাকা গাড়ির চালকের দোষ ছিল না। সে যানজট থাকার কারণে নিয়ন্ত্রণেই গাড়ি চালাচ্ছিলেন। স্কুটিটি গাড়ির একদম সামনে থাকার কারণেই ঘটে দুর্ঘটনা।

দেখুন ভিডিয়ো

রাস্তা অবরোধের হুমকি

এই দুর্ঘটনার জন্য পিএমসি ও পুলিশ প্রশাসনের ওপরেই আঙুল তুলেছেন তাঁরা। অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরেই রাস্তা মেরামতি, স্পিড ব্রেকার স্থাপন সহ একাধিক দাবি তুলেছিলেন স্থানীয়রা, কিন্তু কোনওকিছুতেই কর্ণপাত না করায় ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনার প্রতিবাদে আগামীকাল রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।