Union Minister Kiren Rijiju (Photo Credit; ANI/Twitter)

উত্তর-পূর্বের রাজ্যে ভাল ফলের পথে বিজেপি৷ ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি৷ নাগাল্যান্ডে ফের জোটসঙ্গীর সঙ্গে সরকার গঠনের পথে গেরুয়া শিবির৷ ফলে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী দল৷ ভোটের ফলের যে ট্রেন্ড প্রকাশ্যে আসছে, তার জেরে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, উত্তর-পূর্বে বিজেপির ভাল ফলের কারণ উন্নয়ন৷ প্রধানমন্ত্রী উন্নয়ন যজ্ঞের মাধ্যমে যেভাবে উত্তর-পূর্বের মানুষের কাছে পৌঁছেছেন, তার জেরেই ভাল ফল করছে গেরুয়া শিবির (BJP) ৷ উন্নয়নই ভোটে জেতার একমাত্র ফর্মুালা বলে মন্তব্য করেন রিজিজু৷ পাশাপাশি তিনি এও বলেন, উত্তর-পূর্বের তিন রাজ্যে যদি বিজেপি সরকার গঠন করে, তাহলে ভোটে জেতার অর্থ মানুষের ভালবাসা জিতে নেওয়া বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ( Kiren Rijiju )৷

আরও পড়ুন: Nagaland Assembly Elections Result 2023: বিরোধীরা ধরাশায়ী, নাগাল্যান্ডে ক্ষমতা দখলের পথে বিজেপি-এনডিপিপি জোট