ত্রিপুরায় (Tripura) ম্যাজিক ফিগারের দিকে এগোচ্ছে বিজেপি (BJP)৷ ত্রিপুরার পাশাপাশি নাগাল্যান্ডেও (Nagaland) সরকার গঠন করতে পারে বিজেপি এনডিপিপি জোট ৷ বৃহস্পতিবার উত্তর-পূর্বের ৩ রাজ্যে ভোট গণনা শুরুর পর যে ট্রেন্ড সামনে আসছে, তা থেকে স্পষ্ট এবার নাগাল্যান্ডে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি এনডিপিপি জোট ৷ নাগাল্যান্ডে বিজেপি এগিয়ে ১০টি আসনে ৷ যার মধ্যে ২টি আসনে ইতিমধ্য়েই জয় পেয়েছে গেরুয়া শিবির ৷ অন্যদিকে বিজেপির জোটসঙ্গী এনডিপিপি এগিয় ২২টি আসনে ৷ উত্তর-পূর্বের এই রাজ্যে কংগ্রেস এগিয়ে ৫টি আসনে ৷
BJP-NDPP alliance set to return to power in Nagaland as the alliance leads on 32 seats, and wins 2 out of 60 seats, as per ECI trends #NagalandAssemblyElections2023 pic.twitter.com/hxx2VETWnt
— ANI (@ANI) March 2, 2023