Meeting of 38 NDA allies underway in Delhi. (Photo Credits: Twitter/PTI)

নতুন দিল্লি, ১৮ জুলাই: দেশের ৩৮টি ছোট-বড় দলগুলিকে নিয়ে দিল্লিতে এনডিএ-র বৈঠকে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন রাজ্যের ছোট-মাঝারি বিজেপি সহযোগী দলগুলিকে নিয়ে এনডিএ বৈঠক হয়। মোদীর পাশাপাশি এনডিএ-র বৈঠকে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা। বাকি ৩৭টি দলগুলির প্রধান সহ শীর্ষ নেতৃত্বও হাজির এনডিএ-র বৈঠকে। বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে ঠিক হয়ে গেল নাম। কংগ্রেস, তৃণমূল, আপ সহ ২৬টি বিরোধী জোটের নাম রাখা হয়েছে INDIA। এবার INDIA-র বিরুদ্ধে রুখতে এনডিএ-র বৈঠকে নতুন কী রণকৌশল কী হয় সেটাই দেখার।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকে NDA-র বৈঠকে আছে শিবসেনা (একনাথ শিন্ডে), এনসিপি (অজিত পাওয়ার), রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (পশুপতি পরশ), লোক জনশক্তি পার্টি (রামবিলাস), এআইএডিএমকে, এনপিপি, এনডিপিপি, মিজো স্টুডেন্ট ফ্রন্ট, অসম গণ পরিষদ, সিকিম ক্রান্তিকারি মোর্চা, নাগা পিপলস ফ্রন্ট। আরও পড়ুন-বিরোধী জোটের নাম ইন্ডিয়া, কী বললেন মমতা-রাহুল-ডেরেকরা

দেখুন ভিডিয়ো

— ANI (@ANI) July 18, 2023

দেখুন ছবিতে

এছাড়াও NDA-র বৈঠকে হাজির  আপনা দল (সোনে লাল), রিপাবলিকান পার্টি (আটওয়ালে), তামিল মানিলা কংগ্রেস, শিরোমণি অকালি দল (সংযুক্ত), সুহেলদেব ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন দল। এনডিএ বেশীর ভাগ দলই বেশ ছোট।

ক দিন আগে এনসিপি নেতা প্রফুল প্য়াটেলকে পটনায় বিরোধী জোটের বৈঠকে হাজির থাকতে দেখা গিয়েছিল, এদিন দেশের প্রাক্তন ফুটবল কর্তাকে দেখা গেল অজিত পাওয়ারের সঙ্গে এনডিএ-র বৈঠকে।