Narendra Modi, Nitish Kumar (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৭ জুন: NDA জোটসঙ্গীদের তরফে শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর (Narendra Modi) নাম প্রস্তাব করা হয়। জেডিইউ, টিডিপি থেকে শুরু করে আরএলডি-র চিরাগ পাসওয়ান প্রত্যেকে আজ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাবের সময় হাসি মুখে দেখা যায় জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমারকে (Nitish Kumar)। বিরোধীদের কটাক্ষ করে নীতিশ বলেন, এর পরেরবার জন্য প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় ফিরবেন, তখন বেশ কয়েকজন এখান ওখান থেকে জিতে গিয়েছেন, তাঁরা সব হারবেন। এমনকী, পরেরবার এনডিএ বিরোধীরা কেউ কোথাও জিততে পারবেন না বলে তাঁর ভরসা রয়েছে বলে মন্তব্য করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শুধু তাই নয়, বিরোধীরা কোনও কাজ করেন না। দেশের মানুষের কোনও সেবাও করেননি বলে এনডিএ বিরোধীদের কটাক্ষ করেন নীতিশ।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এক ২৪০ আসন পেলেও, একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি। ফলে নীতিশ কুমার, টিডিপি প্রধা চন্দ্রবাবু নাইডুর মত নেতারা এনডিএ জোটের পাশে দাঁড়িয়েছেন। ফলে এবার লোকসভা নির্বাচনের ফল বের হতেই জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকেই 'কিং মেকার' বলে অভিহিত করছেন অনেকে।