ভারত-আমেরিকার মধ্যে অব্যাহত শুল্কযুদ্ধ। বিগত কয়েকদিন ধরে ভারতের আমদানির ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে পেনাল্টিও। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার বৃদ্ধির কারণেই ভারতের ওপর শুল্কের বোঝা চাপানো হয়েছে বলে সরাসরি জানিয়েছেন ট্রাম্প। গোটা বিষয়কে ভারতের কূটনৈতিক ব্যর্থতা বলে দাবি করছে বিরোধী শিবির। একহাত নিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। ঘরে বাইরে প্রবলভাবে সমালোচিত মোদী সরকার। যদিও এই বিষয়ে সুর নরম করেছেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)।

ট্রাম্পের সমালোচনায় শরদ পাওয়ার

শনিবার তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “আমেরিকা আমাদের ওপর চাপবৃদ্ধি করছে। আমার মনে হয় না ভারত কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। আসলে ডোনাল্ড ট্রাম্পকে কেউ নিয়ন্ত্রণে রাখতে পারে না। ওনার যা মনে হয় তাই তিনি করেন। ওঁনাকে বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই। তবে আমার মনে হয় পড়শি দেশগুলি আমাদের নিয়ে ক্ষুব্ধ। পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা সকলেই আমাদের প্রতি ক্ষুব্ধ। এরা আমাদের সঙ্গে দুরত্ব সৃষ্টি করেছে। এটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা করা উচিত। ওনার পড়শি দেশের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার প্রয়োজন”।

চিনের সফরে যাবেন মোদী

প্রসঙ্গত, ভারতের সঙ্গে আমেরিকার দুরত্ব তৈরি হওয়ার মূল কারণ রাশিয়া। রাশিয়ার থেকে জ্বালানি তেল, অস্ত্র কেনে ভারত। আর সেই নিয়ে রেগে আগুন ট্রাম্প। এদিকে অবশ্য রাশিয়ার পাশাপাশি চিনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছেন মোদী। সেই কারণে চলতি মাসের শেষের দিকে চিন সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী।