মুম্বই , ৫ জানুয়ারি: জার্মানিতে হিটলার যেভাবে প্রচার করে ক্ষমতায় থাকতেন, সেই স্ট্র্যাটেজি মেনেই বিজেপি ক্ষমতায় টিকে থাকতে আগ্রাসী প্রচার করছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। হিটলারের প্রোপাগান্ডা মেনে বিজেপি যে আগ্রাসী প্রচার চালাচ্ছে তা দেশের মানুষ আর মেনে নেবে না। কারণ মিথ্যা প্রচার চালিয়ে বা প্রোপাগান্ডা করে দীর্ঘদিন থাকা যায় না বলে তিনি জানান।
কেরল, তামিলনাড়ু, অরুণাচলপ্রদেশ তেলেঙ্গানা,বাংলা,দিল্লি, পাঞ্জাবে কোথাও বিজেপি ক্ষমতায় নেই। তাই বিজেপি দারুণ জায়গায় আছে, এমনটা শুধুই প্রোপগান্ডার অংশ বলে জানান পাওয়ার। প্রচারের বাইরে সত্যি দিকটা তাকালে বিজেপির পক্ষে নির্বাচনের আগে ভালো পরিস্থিতি নেই বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু গ্যারান্টি দেন কিন্তু সেই গ্যারেন্টিগুলো বাস্তবে পরিপূর্ণ হয় না বলে NCP প্রধান দাবি করেন ।
দেখুন খবরটি
Maharashtra | NCP chief Sharad Pawar says, "BJP is in power, they have set up an aggressive campaign system. BJP is working like Hitler's propaganda system in Germany...BJP is out of power in Kerala, Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Delhi, Punjab, West Bengal, Bihar and… pic.twitter.com/Fu7iJgrejd
— ANI (@ANI) January 5, 2024
মহারাষ্ট্রে বিজেপি তাঁর দল ভেঙে দিয়েছে। নিজের ভাইপো অজিত পাওয়ার তার দল নিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়েছেন। এবার লোকসভা ভোটে অগ্নিপরীক্ষা দুদে রাজনীতিবিদ শরদ পাওয়ারের।