Navjot Singh Sidhu (Photo Credit: Instagram)

আর কিছুক্ষণ পরেই, দুপুর ১২টায় পাতিয়ালা জেল থেকে বের হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। ৩৫ বছর আগে অনিচ্ছাকৃত এক খুনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা হয়েছিল সিধুর। সেই হিসেবে তাঁকে ১৬ মে পর্যন্ত জেলে থাকতে হত।

কিন্তু জেলে তাঁর ভাল আচরণের কারণে মাস দেড়েক আগেই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। সিধুর স্ত্রী এখন ক্যান্সারে আক্রান্ত।

দেখুন টুইট

গত বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনে সিধুর নেতৃত্বে লড়ে ভরাডুবি হয়েছিল কংগ্রেসর। তারপরই সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর শেরিকে জেলে যেতে হয়। এবার তিনি রাজনীতিতে কোন পথে যান সেটাই দেখার।

পঞ্জাব নির্বাচনের পর কংগ্রেসে থেকেও আম আদমি পার্টির প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন সিধু। তবে তখন আপ ছিল বিরোধী শিবিরে। এখন আপ পঞ্জাবে প্রথমবার ক্ষমতায় এসে বেশ কিছু ইস্যুতে পুরোপুরি বেকাদায়।