Navjot Sidhu To Surrender Today: আজ পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ করতে পারেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু
Navjot Singh Sidhu (Photo Credits: IANS)

পাতিয়ালা, ২০ মে: প্রায় তিন দশক পুরনো পথ-হিংসা মামলায় ১ বছরের কারাদণ্ড হয়েছে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu)। আজ তিনি পাতিয়ালা (Patiala) আদালতে আত্মসমর্পণ করতে পারেন। সকালে কয়েকজন কংগ্রেস নেতা এবং সমর্থক প্রাক্তন প্রদেশের সভাপতির বাসভবনে হাজির হন। তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুরজিৎ সিং ধীমান। পাতিয়ালা জেলা কংগ্রেস কমিটির সভাপতি নরিন্দর পাল লালি বৃহস্পতিবার রাতে দলীয় সমর্থকদের জানিয়েছেন যে নভজ্যোত সিং সিধু সকাল ১০টায় আদালতে পৌঁছবেন। ইতিমধ্যেই পাতিয়ালার বাড়িতে পৌঁছেছেন প্রাক্তন ক্রিকেটার সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু।

১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর রাস্তায় গুরনাম সিং নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা বাধে সিধুর। বচসা থেকে ক্রমশ তা মারামারিতে পৌঁছয়। অভিযোগ, ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে মারধর করেন সিধু। মাথায় আঘাত পান ওই ব্যক্তি এবং পরে তাঁর মৃত্যু হয়। ২০১৮ সালে এই মামলায় সুপ্রিম কোর্ট সিধুকে ১ হাজার টাকা জরিমানা করেছিল। আদালতের যুক্তি ছিল, সিধুর মারেই গুরনামের মৃত্যু হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। আরও পড়ুন: Tunnel Collapsed In Jammu: ভেঙে পড়ল জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নির্মীয়মাণ টানেলের একাংশ, নিখোঁজ অন্তত ১০ শ্রমিক

আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানায় মৃতের পরিবার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সিধুকে সাজা এক বছর কারাবাস সাজা শোনায়। শীর্ষ আদালত বলেছে যে কোনও অযৌক্তিক সহানুভূতি বিচার ব্যবস্থার আরও ক্ষতি করবে এবং এর কার্যকারিতার প্রতি জনগণের আস্থা নষ্ট করবে।