NRC: দেশে এখনই জাতীয় নাগরিকপঞ্জি চালু করার কোনও পরিকল্পনা নেই, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
জি কিষাণ রেড্ডি (Photo Credits: Facebook)

নতুন দিল্লি, ২০ ডিসেম্বর: দেশজোড়া অশান্তির মাঝে এক ছটাক স্বস্তি। গোটা দেশে এখনই এনআরসি (NRC) নয়। এখনই জাতীয় নাগরিকপঞ্জি চালু করার কোনও পরিকল্পনা নেই। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি (G Kishan Reddy) সম্প্রতি জানিয়েছেন, দেশজুড়ে এখনই জাতীয় নাগরিকপঞ্জি চালু করার কোনও পরিকল্পনা নেই। এই বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও গতকাল বৃহস্পতিবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সহকারী। যখন তা করা হবে, তার আগে নির্দিষ্ট করে জানানো হবে এবং আইন প্রণয়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সিএএ এবং এনআরসি-র বিরোধিতায় ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিতিতে কি নরম হওয়ার চিন্তাভাবনা করছে সরকার? স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর কথায় অন্তত এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে বলেই মত বিভিন্ন রাজনৈতিক মহলে। এদিন রেড্ডি জানান, 'হ্যাঁ, আমরা জাতীয় নাগরিকপঞ্জি প্রস্তুত করার বিষয়ে ঘোষণা করেছি। কিন্তু কোনও তারিখ বা নির্দিষ্ট করে কোনও সময় জানানো হয়নি। এই কাজ কবে থেকে শুরু হবে, সেই বিষয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অল ইন্ডিয়া এনআরসি আইনের খসড়াও (Bill) এখনও পর্যন্ত প্রস্তুত নয়। এখনই গোটা দেশে এনআরসি হচ্ছে। যখন হবে, তখন হবে।' আরও পড়ুন: Narendra Modi At Assocham:গত ৬ বছরে খাদের কিনারে থাকা ভারতীয় অর্থনীতিকে স্থিতিশীল করেছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদি

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী তিনি আরও বলেন, 'কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে এখনই গোটা দেশে এনআরসি চালু হবে। মুসলিমদের (Muslim) দেশ থেকে বের করে দেওয়া হবে। এই বিষয়ে দেশের সব প্রথম সারির সংবাদপত্রে আমরা বিজ্ঞাপন প্রকাশ করব যাতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা দূর হয়।'