নয়াদিল্লিঃ নর্মদায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন একই পরিবারের ৮ জন। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার পোইচায় নর্মদা (Narmada River) নদীতে বেড়াতে এসেছিল ১৫-১৬ জনের একটি দল। তাঁদের মধ্যে ৮ জন নদীতে স্নান করতে নামেন। খেই হারিয়ে তলিয়ে যান ৮ জন। একজনকে রক্ষা করেন স্থানীয়রা। বাকি ৭ জন তলিয়ে যান। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ (NDRF)-এর ২ টি  দল ও  ভাদোদরা ফায়ার টিম (Vadodara Fire Team)। কাল রাত ১০ টা পর্যন্ত অনুসন্ধান চালায় তাঁরা। ফের আজ সকাল থেকে শুরু হয় অনুসন্ধান অভিযান। আজ একজনের মৃতদেহ উদ্ধার করেছে এনডিআরএফ দল। এখনও নিখোঁজ ৭। জানা গিয়েছে, সুরাটের বাসিন্দা তাঁরা।

এনডিআরএফ-এর আধিকারিক কিশাণ দান গাধবির কথায়, "গতকাল বেলা ১২ টা নাগাদ নর্মদায় স্নান করতে আসেন কিছুজন। তাঁদের মধ্যে ৮ জন সাঁতার কাটতে নামেন। জলের গভীরতা অনেক হওয়ায় তলিয়ে যান একই পরিবারের ৮ জন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার  হন ১। বাকি ৭ জন নিখোঁজ  ছিলেন। তাঁদের মধ্যে ১ জনের মৃতদেহ মিলেছে। বাকিদের খোঁজ চলছে।"