শপথ নেওয়ার আগে বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন নরেন্দ্র মোদি
কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিচ্ছেন মোদি( Photo Credit-ANI Twitter)

২৭মে,২০১৯:‌ আগে থেকেই নির্ধারিত ছিল সফরসূচি। সেই সূচি মেনেই সোমবার সকালেই বারাণসী (Varanasi)পৌঁছে যান নরেন্দ্র মোদি(‌Narendra Modi)। তাঁকে স্বাগত জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মোদিকে স্বাগত জানাতে সোমবার সেজে উঠেছিল বারাণসী। পুষ্পবৃষ্টি এবং মোদি মোদি স্লোগানের মধ্যে দিয়ে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত যায় তাঁর কনভয়। সেখানে পুজো দেন মোদি। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী এবং অমিত শাহ(Amit Shah)। সঙ্গে এদিন ছিলেন অমিত শাহ, উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকও। বিশ্বনাথ মন্দিরের প্রধান পূজারিরা মোদিকে পুজোয় সাহায্য করেন। মোদির পর অমিত শাহ–ও মন্দিরে পুজো দেন। দ্বিতীয়বার তাঁকে রেকর্ড সংখ্যক ভোটে জিতিয়ে প্রধানমন্ত্রীর আসনে পৌঁছে দিয়েছে বারাণসী। সেজন্য বারাণসীতে নেমেই শহরবাসীর প্রতি নিজের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান মোদি।

কাশী বিশ্বনাথ মন্দিরের (Viswanath Temple)প্রধান পুরোহিত আচার্য্য অশোক দ্বিবেদী বলেন, আমাদের সৌভাগ্য যে কাশী বিশ্বনাথ মন্দিরে সব আচার মেনে পুজো দেন মোদিজি। ২০১৪ সালেও তিনি এখানে পুজো দিয়েছিলেন।

বেলা এগারোটা নাগাদ মোদি পৌঁছে যান মন্দিরে। এবার প্রায় সাড়ে চার লাখেরও বেশি ভোটে এখান থেকে জিতেছেন মোদি।