দিল্লি, ২৭ অগাস্ট: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ফোন ধরেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্টের কোনও ফোনই প্রধানমন্ত্রী ধরেননি। ভারতীয় নয়, এমনই দাবি একটি জার্মান সংবাদপত্রের। জার্মান সংবাদপত্রের ওই দাবি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে জোর শোরগোল শুরু হয়েছে।
সম্প্রতি ভারতের (India) উপর ৫০% শুল্ক আরোপ করেছে আমেরিকা (US)। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে, ভারতের উপর থেকে ৫০% শুল্কের বোঝা কোনওভাবে সরানো হবে না। এমনই জানান ট্রাম্প। যা নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ক্রমশ হচ্ছে।
ভারতের সঙ্গে যখন আমেরিকার সম্পর্ক যখন ক্রমাগত খারাপ হচ্ছে, সেই সময় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও অটুট হচ্ছে। রাশিয়া যে চিরকালীন বন্ধু ভারতের পাশ থেকে কোনওভাবে সরবে না, তা কার্যত স্পষ্ট করে দেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এসবের মাঝেই এবার মোদী যেভাবে ট্রাম্পের ফোন তোলেননি, সেই খবর সামনে আসতেই, তা নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যাচ্ছে, গত কয়েক সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প পরপর ৪বার নরেন্দ্র মোদীকে ফোন করেন। তবে প্রত্যেকবারই ট্রাম্পের ফোন বাতিলের খাতায় ফেলে দিয়েছেন। অর্থার মার্কিন প্রেসিডেন্টের ফোন ধরেননি ভারতের প্রধানমন্ত্রী।
যে খবর প্রকাশ্যে আসার পর ওয়াশিংটনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। দিল্লিও কোনও মন্তব্য করেনি এখনও পর্যন্ত। ফলে জলঘোলা এখনও অব্যাহত।